গুগলের যে অ্যাপগুলো এখনই আপডেট করতে হবে
গুগল সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের কিছু অ্যাপের পুরোনো সংস্করণ কয়েক মাসের মধ্যে কাজ করা বন্ধ করে দেবে। তাই যারা গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিট এবং গুগল স্লাইড অ্যাপের পুরোনো ভার্সন ব্যবহার করছেন, তারা দ্রুত এসব অ্যাপ আপডেট করে ফেলুন।
গুগল ড্রাইভ এবং তার জি সুইট অ্যাপস যেমন গুগল ডক্স, গুগল শিট ও গুগল স্লাইড অত্যন্ত জনপ্রিয় অ্যাপ। প্রতিদিন লাখ লাখ ব্যাবহারকারী এসব অ্যাপস ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মের ব্যবহারকারীরা।
যা হোক, এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও অনেকে এসব অ্যাপের আপডেট ভার্সন ব্যবহার করেন না। যদিও এর ফলে সাধারণত কোনো সমস্যা হবে না, কেবলমাত্র যেসব সংস্করণ গুগল বন্ধ করছে সেগুলো ব্যতীত।
যেসব অ্যাপস খুব শিগগির কাজ করা বন্ধ করে দেবে
গুগল ড্রাইভ, গুগল ডক্স, গুগল শিট, এবং গুগল স্লাইডের নিচে উল্লেখিত অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণগুলো আগামী ৩ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে :
* গুগল ড্রাইভ (2.4.311 এর আগেকার ভার্সন)
* গুগল ডক্স (1.6.292 এর আগেকার ভার্সন)
* গুগল শিট (1.6.292 এর আগেকার ভার্সন)
* গুগল স্লাইড (1.6.292 এর আগেকার ভার্সন)
আইফোনে :
* গুগল ড্রাইভ (4.16 এর আগেরকার ভার্সন)
* গুগল ডক্স (1.2016.12204 এর আগেকার ভার্সন)
* গুগল শিট (1.2016.12208 এর আগেকার ভার্সন)
* গুগল স্লাইড (1.2016.12203 এর আগেকার ভার্সন)
No comments