Header Ads

এখন (android)এন্ড্রয়েড মোবাইল দিয়ে যেকোন (Java) জাভা গেমস খেলুন একদম সহজে

আসালামু আলাইকুম।

আমরা (প্রায়) সবাই এখন এন্ড্রয়েড ফোন চালাই।তাই পুরান সেই জাভা গেমস গুলা আর খেলতে পারি না।আমার এ ট্রিক দিয়ে আপনি এন্ড্রয়েডেই জাভা গেমস খেলতে পারবেন

যা যা লাগবে-


১_এন্ড্রয়েড ভারশন ৪.২+[এর নিচের ভারশন থাকলে ট্রাই করতে পারেন]
_PhoneMe.apk___Click to download
৩_OI file manager.apk___Click to download
৪_যে জাভা গেম খেলতে চান সে গেমের. Jar+.Jad ফাইল।
এখন যে গেমস খেলতে চান সে গেমের .jad ও .jar ফাইল SD card (default storage)এর একটি ফোল্ডারে রাখুন।গেম ও ফোল্ডারের নামে কোনো -স্পেস- দিবেন না।।
এখন Phone Me এপটি ওপেন করেন।[প্রথমবার নেট কানেকশন ওন রাখা লাগবে]

‘open’ টিপ দিয়ে আপনার রাখা জাভা গেমের .jad ফাইল select করেন।

open টিপ দেন।

এখন Run টিপ দিলে গেম শুরু হবে।


একইভাবে অন্য গেমস খেলতে পারবেন।



আমি প্রমান দিলাম।আমার ফোনে চলে।
সবচেয়ে বড় সমস্যা .jad ফাইল নিয়ে।নেটে সব গেমসই jar ফাইলে থাকে।তবে পিসি দিয়ে jad ফাইল বানাতে পারবেন অথবা google এ সার্চ দিতে পারেন।

No comments

Powered by Blogger.