Header Ads

এবার নিজের ভিডিওতে নিজেই তৈরী করুন সাবটাইটেল!

তো সাব মেক করার জন্য প্রথমে যে অ্যাপস লাগবে তা নিচ থেকে নামিয়ে নিন:
ডিরেক্ট লিংক: ডাউনলোড
## প্রথমে অ্যাপসটিতে ঢুকে open এ ক্লিক করুন ৷এবার যেকোন একটি ভিডিও সিলেক্ট করুন৷

#এখন create file এক্লিক করুন৷

#এবার দেখুন কমলা বক্সের ভিডিওটার সাব করার জন্য আমি ভিডিও সিলেক্ট করে ছিলাম ওই ফোল্ডারেই srt ফাইল ইডিটের এপসন আসছে৷ওকে তে ক্লিক করুন৷

#এবার যখন থেকে কথা শুরু হবে তখন নীল চিহ্নিত স্থানে ক্লিক করে ভিডিও Stop করুন ও কমলা চিহ্নিত অপসনে ক্লিক করুন৷

#তারপর Add line এ ক্লিক করুন৷

#এখন কমলা চিহ্নিত স্থানে ক্লিক করে কথার শেষ পর্যন্ত যান ও ভিডিও pause করুন৷দেখুন কত সেকেন্ড হয়েছে এবং সেটা নীল চিহ্নিত স্থানে লিখুন৷যেমন: আমার গানের প্রথম লিরিক্স শুরু হয়েছিলো 26 সেকেন্ডে ও শেষ 32 সেকেন্ডে৷আমি নীল চিহ্নিত স্থানে 32 লিখছি৷

#এবার নীল চিহ্নিত স্থানে ভিডিওর কথাগুলো লিখে ফেলুন৷ও Add এ ক্লিক করুন৷এবার আপনার প্রথম লাইন এড হয়ে গেলো৷ নিচের pic দেখুন৷
এবার আবার প্লে করে যেখান থেকে কথা শুরু সেখানে Stop করুন (আমার ভিডিওতে সেখান থেকেই পরবর্তী লিরিক্স শুরু তাই আমি Play-Stop করলাম না)৷এখন সাদা চিহ্নিত স্থানে ক্লিক করুন৷

#আবার Add line এ ক্লিক করুন৷

#সবুজ চিহ্নিত স্থানে ভিডিও প্লে করে দেখুন কথা শেষ কোথায় (আমার গানের দ্বিতীয় লিরিক্স শেষ 37 সেকেন্ডে) এবং সেকেন্ডটা নীল চিহ্নিত স্থানে লিখুন ও কথা গুলো কমলা চিহ্নিত স্থানে লিখে সাদা চিহ্নিত স্থানে Add এ ক্লিক করুন৷

#এখন শুধু একই কাজ৷ ভিডিও প্লে করে দেখুন কোথায় কথা শুরু সেখানে ভিডিও স্টপ করুন৷এবং অপসনে গিয়ে Add line এ ক্লিক করুন৷

#এভাবে লিরিক্স গুলো লিখতে থাকুন৷লিরিক্স লেখা শেষ হলে অপসনে গিয়ে Save এ ক্লিক করুন৷

#ওকে, সব কাজ শেষ এখন শুধু দেখার পালা৷ Mx player এ যান৷আপানার সাবকৃত ভিডিওতে দেখুন .srt ফাইল Add হয়ে গেছে৷

# এবার প্লে করে দেখুন৷ আপনার প্রথম তৈরী করা Bangla Subtitle.

No comments

Powered by Blogger.