Header Ads

IOS 14 Launcher মোড করুন নিজেই । HOW TO MOD IOS 14 LAUNCHER

 আসসালামু আলাইকুম!

 

কেমন আছেন সবাই ? আমি আজকে আপনাদের দেখাব কিভাবে  IOS 14 LAUNCHER  অ্যাপ টি মোড করবেন।

তো চলুন শুরু করি।

পোষ্টের শেষে সকল টুলস এর লিঙ্ক দিয়ে দেওয়া হবে।

প্রথমে অ্যাপ টি ইন্সটল করি।

 

তারপর দেখুন এখানে Upgarde করতে বলছে।

  • MT Manager ওপেন করুন।
  • অ্যাপ টি এক্সট্র্যাক্ট করুন।
  • আশা করি এগুলো আপনারা করতে পারবেন।
  • .apks ফাইলটি /storage/emulated/0/MT2/apks এখানে পাবেন।

এরপর অ্যাপটিতে ক্লিক করে

  • ধরে রেখে convert to apk তে ক্লিক করুন।
  • এক্ষেত্রে আপনি Anti-split VIP use করতে পারেন।

.apk file টি রাখুন। .apks ডিলিট করে দিন।

.apk তে ক্লিক করে view এ ক্লিক করুন।

তারপর classes.dex এ ক্লিক করে Dex Editor Plus , then  select all করুন। তারপর ok ক্লিক করুন।

  

Strings এ ক্লিক করুন।

 

Filter এ ক্লিক করে premium লেখুন। তারপর ok।

৩ টি রেজাল্ট আসবে। সেখান থেকে subs_premium_year select করে search করুন।

শেষের টা সিলেক্ট করুন।

এই লাইনে const/4 v0, 0x0 থেকে const/4 v0, 0x1 করে দিন।

আরেকটু নিচে boolenValue()Z

এটার নিচে move-result p1 কেটে const/4 p1, 0x1 করে দিন।

তারপর,

  • Save
  • Save & Exit
  • Exit
  • Auto sign অন রেখে সেইভ করুন।

Done ✅


 

অ্যাপ টি ইন্সটল করে দেখুন। প্রিমিয়াম হয়ে গেছে।

ব্যবহৃত জিনিপত্র: 

  1. MT Manager
  2. Anti-split VIP
  3. Or NP Manager

 

আজ এ পর্যন্তই।

No comments

Powered by Blogger.