কোথায় কখন অবতরণ করল শেখ হাসিনাকে বহনকারী বিমান
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, পদত্যাগের পর দেশ ছেড়ে আসা শেখ হাসিনার ফ্লাইটটি ভারত সময় সোমবার বেলা পাঁচটা ৩৬ মিনিটে অবতরণ করে।
ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে সদ্য পদত্যাগ করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি অবতরণ করেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
ভারতভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, পদত্যাগের পর দেশ ছেড়ে আসা শেখ হাসিনার ফ্লাইটটি ভারত সময় সোমবার বেলা পাঁচটা ৩৬ মিনিটে অবতরণ করে।
বাংলাদেশ থেকে শেখ হাসিনার চলে যাওয়ার মধ্য দিয়ে তার ১৫ বছরের শাসনের অবসান হলো। এর আগে কয়েক সপ্তাহ ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মধ্যে সহিংসতায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হন।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বিমান ঘাঁটিতে শেখ হাসিনাকে স্বাগত জানান এয়ার অফিসার কমান্ডিং (এওসি) সঞ্জয় চোপড়া।
ভারতের আকাশপথে প্রবেশ থেকে শুরু করে হিন্দন ঘাঁটিতে অবতরণের আগ পর্যন্ত শেখ হাসিনাকে বহনকারী বিমানের গতিবিধি সম্পূর্ণ পর্যবেক্ষণ করে ভারতের বিমান বাহিনী।
ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার খবরটি শুরুতে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল এএফপি।
সূত্রকে উদ্ধৃত করে এএফপির খবরে বলা হয়েছিল, ‘নিরাপদ স্থানে যেতে (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) গণভবন ছেড়েছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ও তার বোন (শেখ রেহানা)।
‘তিনি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সে সুযোগ পাননি তিনি।’
ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কোথায় গেছেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
Hmm
ReplyDelete