Header Ads

ফেসবুক আইডিতে ইমেইল/নাম্বার এড হচ্ছে না নিয়ে নিন সমাধান যাস্ট ২ মিনিটে । আপডেট ট্রিক্স ।

 


আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হলো কিভাবে আপনারা ফেসবুক আইডিতে ইমেইল/নাম্বার এড করবেন। অনেক ই আছেন যারা কিনা বিভিন্ন উপায়ে চেষ্টা করছেন ফেসবুক আইডিতে ইমেইল/নাম্বার এড করার জন্য কিন্তু কোনভাবে ই হচ্ছে না। তাদের জন্য আজকের কার্যকরী ট্রিক। যারা জানেন তাদের জন্য এই পোস্ট না, সুতরাং কেউ বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন। আজকের ট্রিক্সের বেনিফিট আজকের পোস্টের মাধ্যমে আপনারা খুব সহজে যেকোন ফেসবুক একাউন্টে অনায়েসে নাম্বার/ইমেইল এড করতে পারবেন। তো চলুন শুরু করা যাক…

১. প্রথমে দেখতে পাচ্ছেন আইডিতে ইমেইল এড করার জন্য Next তে ক্লিক করবো।

২. You can’t make this change অর্থাৎ এড হচ্ছে না।

৩. ফেসবুক অফিসিয়াল বা লাইট অ্যাপে চলে যাবেন।


৪. ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

৫. Not now অপশনে ক্লিক করুন।

৬. Skip অপশনে ক্লিক করুন

৭. ডিফল্ট মেইল বা নতুন মেইল বসানোর অপশন আসবে বসিয়ে Add ক্লিক করবেন

৮. তারপর দেখুন ফেসবুক আইডিতে মেইল এড হয়ে গিয়েছে 💜🥰✅

No comments

Powered by Blogger.