Header Ads

ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের,

 

Shakib Al Hasan

ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে মি. হাসান জানিয়েছেন, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টই হবে তার শেষ টেস্ট।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই ফরম্যাটে নিজের শেষ ম্যাচ খেলেছেন বলে জানান এই অলরাউন্ডার।

তবে, ওয়ানডেতে আরো কয়েক মাস মাঠে দেখা যাবে তাকে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাদা বলের ক্রিকেট ছাড়বেন।

এদিকে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার জন্য অনুকূলে নয়। একাধিক মামলায় আসামি করা হয়েছে তাকে।

মি. হাসান জানিয়েছেন, তিনি যাতে নিরাপদে দেশে খেলতে পারেন এবং নির্বিঘ্নে দেশ থেকে বের হতে পারেন এই বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাকিব আল হাসান
Shakib Al Hasan

No comments

Powered by Blogger.