Header Ads

ভালবাসার পরীক্ষা

ভালবাসার পরীক্ষা



যাকে ২বছর ভালবেসেছি তাকেই বিয়ে করেছি।সুখে দঃখে ২বছর অতিক্রম হলো।সে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই ভালবাসি।হঠাৎ করে মাথায় অাসলো জামাইয়ের ভালবাসার পরীক্ষা করবো।যেই চিন্তা সেই কাজ।বান্ধবীর কাছ থেকে তার fake Facebook id নিলাম। voice change করার app download দিয়ে voice change করার উপায় দেবর এর কাছ থেকে শিখে নিলাম।সে বারবার ask করলো কেন? অামি বললাম এমনি নতুন কিছু জানার ইচ্ছে হচ্ছে। new sim কিনলাম। পরীক্ষা নেওয়ার অাগেই ভেবে নিয়েছি অামি হেরে যাবো।৪বছর ধরে তার ভালবাসা দেখে আমি মুগ্ধ।তাকে request পাঠালাম fake id থেকে। ২দিন হলো accept করেনা।অামিতো সেই খুশি।২দিন পর অামাকে ask করছে বিথী নামের কোন fnd অাছে তোমার? অামি বললাম নাতো। কেন? সে বললো অামাকে request পাঠিয়েছে। অামি ভাবলাম সব বলে দিব but কেন জানি বললাম না।পরের দিন office এ গিয়ে request accept করলো।অামিতো পুরাই অবাক।তাও ভাবলাম request accept করা কোন বড় ব্যাপার না।এই id টা অামরা ২ বান্ধবী অারো ৬ বছর অাগে খুলেছিলাম। indian ১মডেলের id থেকে pic upload করা হতো।অার অামার fnd প্রায় active থাকতো।so fake বুঝতে পারাতা কঠিন।অার সে Hindi বুঝতে পারে না বলে Hindi চ্যানেলও দেখতোনা।so সে ভাবলো সত্যি কোন মেয়ের id. তার পর regular c8 করতে থাকে।অনেক কবিতা, ভালবাসার sms, অার কতকিছু। বাসায় আসলে অামি চেষ্টা করতাম সাভাবিক থাকার।সে sms গুলো কেটে দিতো।অার বিথী কে বলতো রাতে কোন sms না করতে তার বড় ভাই থাকে তার সাথে।কোন মেয়ের সাথে কথা বলে জানলে খুব বকা দিবে।(বউকে যখন ভাই বানায়) so what... কিছুদিন পর number অাদান প্রদান হলো।অামার সাথেই কথা বলতো voice change এর জন্য বুঝতে পারতোনা।অামি খুব carefully কথা বলতাম।যেন বুঝেনা যায়।কথা গুলো পুরান ঢাকার style এ বলতাম। কষ্ট হতো এই ভেবে আমাকে যেগুলো কথা বলতো সেই কথাই বলে।pick up line একি।শুধু ভিন্ন মানুষ ভেবে কথা বলতো।অাগে Friday অাসলে বাসায় থাকার বাহানা খুজতো এখন বাইরে যাওয়ার বাহানা খুজে।বন্ধুর সাথে দেখা করার নাম দিয়ে বিথী মানে অামাকেই phone দিত।রাগে শরীর কটমট করতো।তাও ভালবাসার কথা বলতে হতো।ভাবলাম দেখি কতো দূর যেতে পারে।বললাম চলো বিয়ে করে ফেলি।সে বললো ১বছর পর করবো।অাগে অামাদের দেখা হক।একটু tension এ পরলাম দেখা কিভাবে করবো?একদিন বলে দিলাম fb এর pic গুলো অামার না।এটা indian মডেল..

fb তে সব ছবিই মডেলের শুনে সে একটা বড় ধাক্কা খেল।১০ সেকেন্ড চুপ থাকার পর সে বললো এটা তোমার fake id?অামি বললাম না।অামি সত্যি তো।।।শুধু ছবি মিথ্যা। সে রাগান্বিত হয়ে phone কেটে দিল।অামি ভাবলাম বেচে গেছি।নাহলে দেখা করানোর জন্য মডেল কই পাইতাম।একটু পর phone দিয়ে জানতে চাইলো কেন এমন করলাম? অামি বললাম অামার ভয় লাগে fb তে pic দিতে যদি কেউ খারাপ কিছু করে অামার ছবি দিয়ে।। সে হাসল অার বললো সারা দুনিয়ার মানুষ দিচ্ছে তোমার ছবি দিয়েই কি করতো..বোকা মেয়ে..বললো এখন তোমার real pic দেও..অামি বললাম না।দেখা করি নিজেই দেখে নিও।সে তো মহা খুশি।অনেক দিন ধরে বলছে রাজি হই না। অাজ নিজ থেকেই বললাম।phone রাখার পর খুব tension এ পরে গেলাম।কি করবো? কার সাথে দেখা করাবো। কাউকে বলতেও লজ্জা করছিল।অার সে মোটামোটি সব fnd কেই চিনে।হঠাৎ মনে পরলো রিমার কথা।ছোট থেকে আমার best fnd ছিল।cls 7 এ পড়ার সময় তার fmy চিটাগং shift হয়।তার কথা অামার husband কে বলেছি অনেক বার কিন্তুু দেখে নি।অামার fb fnd list এ ছিল।তাকে বললাম ঢাকা অাসবি কবে? সে বললো অাসবো next month...কেন?বললাম কাজ অাছে।দেখা করিছ আমার সাথে। একমাস চলে গেল।রিমা ঢাকায় অাসার পর তাকে সব বললাম।তাকে বললাম plz অামার help কর বিথী সেজে তার সামনে যা plz...সে রাজি হচ্ছিল না।অনেক কষ্টে রাজি করালাম।সব কিছু শিখিয়ে দিলাম।পরে বাসায় এসে বিথীর id দিয়ে অামার husband কে বললাম কাল দেখা করব।সে তো মহা খুশি।কাল চলে অাসলো।অামাকে সকালে উঠে ask করলো কোন Shirt তা পরবো?অামি বললাম কোন important কাজ অাছে নাকি? সে বললো খুব important meeting অাছে।কথাটা শুনে চোখের কোণে কখন যে পানি চলে এসেছে বুঝিনি।সাথে সাথে মুছে তাকে Shirt choose করে বিদায় জানালাম।দিনটা অাজ অনেক বড় লাগছে।মনে হয় যেন বিকাল অাসতেছেইনা।তিন মাসের এই খেলায় চোখে যেন ঘুম নেই।সবসময় বুকের ভিতর টা ব্যাথা করে।সে কি মৃত্যু যন্ত্রণা। যাকে ভালবাসি নিজের থেকেও বেশি তাকে হারানোর যন্ত্রণা। যখন বেশি কষ্ট হয় তখন ভাবি অামারতো happy হওয়ার কথা অামার husband অামাকেই ভালবাসতেছে...অাবার তখনই মনে হয় অামার জায়গায় সত্যি কারের অন্য কোন বিথী মেয়ে থাকলে সে কি তাই করতো?সে কি অাগে অন্য মেয়েদের সাথেও এমন করেছে?মনে হাজার প্রশ্ন কোনটার ans নেই।
ভাবতে ভাবতে চায়ে চুমুক দিচ্ছি অার কেন জানি তার সাথে কাটানো সুন্দর সময় গুলো মনে পরছে।জীবনের প্রথম প্রেম। তার হাত ধরেই ভালবাসা শিখেছি। cls 10 এ পড়তাম।চাচাতো ভাইয়ের বিয়েতে যাই।অামার চাচাতো ভাইয়ের বিয়েতে যায়।সেখানেই প্রথম দেখা। তার মন মুগ্ধ করা গান.... ভালবাসার কবিতা শুনে যে কেউ পাগল হবে।অনেক মিশুক। সেই দিন বিয়ের শেষে হঠাৎ করেই বললো তুমি আমার চলার পথের সাথী হবে?অামিতো অবাক ছেলে বলে কি?তার সম্পর্কে কিছুই জানিনা।অামি বললাম দেখেন দুষ্টুমি করার লিমিট থাকে।সে বললো সত্যি বলছি।তোমাকে ভালবেসে ফেলেছি।যতদিন সময় নেওয়ার নেও।অামাকে বন্ধু করো।অামার সম্পর্কে জানো।পরে সিদ্ধান্ত জানিও plz...তার কথায় জাদু ছিল। number দিয়ে চলে অাসলাম।তারপর থেকে ভালই কথা হতো।সে অনেক গল্প অার কবিতা শুনাতো।অামি fndshipতাই continue করতে থাকি।এমন করে ২বছর চলে যায়।তাকে কেন জানি ভালো লাগতে শুরু করে।তার মধ্যে কিছু একটা ছিল। যখন কলেজে উঠলাম সে প্রায় অামাকে নিয়ে ঘুরতে যেতো।অামারো ভাল লাগতো তার সাথে সময় কাটানো।একদিন ব্রিজে ঘুরতে গেলাম হঠাৎ সে হাটু দিয়ে বসে public place এ propose করে বসলো।।।অনেক ভালবাসি তোমাকে...তোমাকে ছাড়া থাকার কথা ভাবতে পারিনা।plz অামাকে ভালবেসে দেখ কখনো তোমায় কষ্ট দিব না।অামিও রাজি হয়ে গেলাম।বলে দিলাম অামিও তোমাকে ভালবেসে ফেলেছি। এমন ভাবে চলতে থাকলো।২বছরে হাজারো সুখের moment ছিল।যা বলে শেষ করা যাবে না।তার জব হওয়ার পর প্রথম মাসের salary পেয়ে যেদিন restaurant এ খেতে গেলাম সেদিন সে অামার হাত ২টি শক্ত করে ধরে বলে অামার সাথে সারাজীবন থাকতে পারবে?অনেক ভালবাসবো তোমায়।কখনো চোখে পানি অাসতে দিব না।বিয়ে করবে অামায়?অামি সাথে সাথেই yes বলে দিলাম।অাব্বু অাম্মু অাগে থেকেই জানতো তার কথা তাই কোন problem হলো না।ধুমধাম করে অামাদের বিয়ে হলো।বিয়ের পর ২বছরে কোনো দিন তার ভালবাসা একটুও কম মনে হয় নি।অারো বেড়েছে মনে হতো।এখন কেন জানি তার সব কথাই মিথ্যে মনে হচ্ছে। মনে হচ্ছে সে অনেক বড় একজন অভিনেতা। অামাকে যে ভালবাসার কবিতা গান শুনাতো বিথীকেও same শুনায়।তাহলে তার কাছে কি সব মেয়ে একি?হাজারো প্রশ্ন মনে।হঠাৎ করে phone বেজে উঠলো।ভাবনার জগৎ থেকে বের হলাম।রিমার phone... কখন যে ৪টা বেজে গেছে নিজেও জানিনা।সে বললো অামি বের হলাম।পার্কে গিয়ে বসে তোকে phone দিব।line থাকবি।phone কাটবিনা।অামার ভয় করছে।

No comments

Powered by Blogger.