Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল
Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল
আমি আজ আপনাদের সামনে Stock_Rom কিছু কথা বলব। কিভাবে এটার Backup রাখা যায় ?
এ চলুন শুরু করা যাক ঃ-
Stock_Rom_Backup_রাখার_টিউটোরিয়াল (Full Tutorial)
Stock Rom Backup Tutorial In Bangla
রুট করার পর সর্বপ্রথম যে কাজটি করণীয় তা হল সেটের stock rom backup রাখা। সেট ব্রিক করলে এই Backup file দিয়ে আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন।
যা_যা_লাগবেঃ
১) Rooted ফোন
২) আপনার সেটের recovery. img file অনেক recovery আছে Twrm/CWM/COT/crt ইত্যাদি
তবে CWM recovery. img ভাল Google থেকে আপনার সেট এর recover.img ডাউনলোড করে নিন। Google এ search করে ডাউনলোড করুন।
“Google এ search করার নিয়ম-
ধরেন আপনার সেট Walton Primo Nx আপনি সার্চ করবেন CWM recovery.img for Walton primo Nx”
৩) Mobile uncle tools. apps
কাজের_ধারাঃ
১) এবার Recovery.img ফাইলটি Sdcardএরাখুন
(কোনো ফোল্ডার এ রাখবেন না)
২) এবার Mobile uncle tools apps টি install করুন এবং ওপেন করুন।
৩) superuser permison চাইবে grant > click
৪) recovery update > click
৫) আপনার recovery. img দেখতে পাবেন recovery.img > click
৬) Then press > ok আপনার ফোন এখন recovery mode on হবে। এখন আপনাকে volume বাট দিয়ে select
করতে হবে এবং power বাটন দিয়ে কাজ করতে হবে।
৭)backup & restore > চাপুন
৮) backup > চাপুন এখন কিছুসময় অপেক্ষা করুন, (৫- ১০) মিনিট লাগতে পারে। কাজ হয়ে গেলে Reboot এর option আসবে ১০) Reboot > চাপুন
কাজ শেষ
এখন আপনার ফোন on হবে। এবং মেমোরি কার্ডে clockworkmod নামে একটি folder পাবেন এটায় আপনার backup file (500mb- 2 Gb) হতে পারে। তবে কোন aps install না করে backup নিলে backup ফাইল ছোট হবে।
বিঃদ্রঃ মেমোরি কার্ডে পর্যাপ্ত জায়গা রেখে, backup নিবেন। এবং বেকাপ file টি সংরক্ষনন করে রাখুন।
সেট_Brick_করলে_ঠিক_করার_উপায়ঃ
১) Brick কি?
উওরঃ যদি কোন কারনে আপনার ফোন on না হয় অথ্যাৎ আপনার সেটের লগু পর্যন্ত এসেয় থেমে যায়, তখন তাকে Brick বলে।
২) Brick করলে কি করবেন?
উওরঃ Recovery mode এ গিয়ে Backup flie Restore করবেন।
৩) কি ভাবে Restore করবেন?
উওরঃ কাজের ধারাঃ
1) Battery খুলে আবার লাগান।
2) power বাটন & volume ( +) বাটন চেপে ধরে রাখুন
যতখন না recovery mode আসে।
3)backup & restore > চাপুন
4) restore > চাপুন এখন আপনার backup file দেখতে পাবেন
তারিখ আকারে, মানে আপনি যে তারিখে backup নিয়ে ছিলেন, সে তারিখ কেবল টা দেখতে পাবেন click করুন yes > চাপুন এবার অপেক্ষা করুন (৫- ১০) মিনিট। কাজ হয়ে গেলে Reboot এর option আসবে
5) Reboot > চাপুন
No comments